নানুপুর লায়লা-কবির কলেজ
Nanupur Laila Kabir College

About Us

অধ্যক্ষ মুহাম্মদ মুসলেহ উদ্দিন আহমদ
সভাপতি, গভর্নিং বডি

সময়ের প্রয়োজনে ই যুগের চাহিদা অনুযায়ী বর্তমান শিক্ষাবাবস্তায় যে যুগান্তরকারী পরিবর্তন এসেছে , সে লক্ষ্যে উত্তর চট্টগ্রামের সুবৃহৎ জনপদ ফটিকছড়িতে প্রতিষ্ঠিত হয়েছে এক অনন্যসুন্দর শিক্ষা প্ৰতিষ্ঠান নানুপুর লায়লা-কবির কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষাবিস্তারে এ প্রতিষ্ঠান তার সুনাম ও প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখে চলেছে। দেশের জন্য অপরিহার্য্য দক্ষ ও যোগ্যতাসম্পন্ন সুনাগরিক তৈরির ক্ষেত্রে নানুপুর লায়লা-কবির কলেজ তার নিরবচ্ছিন্ন অঙ্গীকার অব্যাহত রেখেছে। মানব সম্পদের সৃষ্টিশীল বিকাশে এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাত্রয়ের (আলহ্বাজ রফিকুল আনোয়ার, আলহ্বাজ ফরিদুল আনোয়ার এবং আলহ্বাজ ফখরুল আনোয়ার) আন্তরিক নিষ্ঠা ও মহানুভবতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। সুদক্ষ অধ্যক্ষ ও একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলীর প্রজ্ঞা ও আন্তরিক প্রয়াসে এ প্রতিষ্ঠান আজ এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। অধ্যবসায়, শৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তির মূল্যবোধকে ধারণ করে আমাদের এই স্বাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী , অভিভাবক ও অত্র এলাকার গুণীজন সহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিজন কুমার শীল
অধ্যক্ষ

আলোকিত ও পরিশীলিত প্রজন্ম গড়ার লক্ষ্যে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর লায়লা-কবির কলেজ জ্ঞানের মশাল উড্ডীন রেখেছে দীর্ঘসময় ধরে। সততা ও সাহসের সাথে সাথে আমরা চাই মনন ও নান্দনিকতার সমন্বয়। যার যথাযথ প্রতিফলন হচ্ছে উদারনৈতিক, মানবিক চেতনায় উজ্জীবিত একটি প্রজন্ম। তারাই এ দেশ ও সমাজকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার যথার্থ অনুশীলন, আধুনিক ও বিজ্ঞানসম্মত জ্ঞানচর্চা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে পরিচালিত হয় এ বিদ্যাপীঠের সামগ্রিক কার্যক্রম। আর এ কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন একদল নিবেদিতপ্রাণ, বন্ধুবৎসল ও প্রতিভাবান শিক্ষক-শিক্ষিকা। পুরো ক্যাম্পাস জুড়ে সবুজের হাতছানি পরিবেশকে করেছে স্নিগ্ধ ও প্রাণবন্ত। সে সাথে যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির সন্নিবেশ ও সমাবেশ। ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা তদারকির জন্য রয়েছে সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। আমাদের প্রত্যাশা- শিক্ষার্থীদের এইচ.এস.সি-তে জিপিএ উন্নীতকরণ। তাই যারা এ-প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছো তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। খ্যাতি ও শ্রেষ্ঠত্বের ধারাকে অব্যাহত রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ আমাদের প্রতিষ্ঠান সমগ্র ফটিকছড়ি উপজেলায় শ্রেষ্ঠ কলেজের বিজয় মুকুট ছিনিয়ে এনেছে। একজন দক্ষ, দূরদর্শী এবং শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলা প্রশাসন আমাকে এ উপজেলায় ২০২২ ও ২০২৩-এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে। এক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরাও উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছে। সূচনালগ্ন থেকে প্রতিষ্ঠাতা ভ্রাতৃত্রয়ের সাথে এ প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও উন্নতির জন্য আমি সবসময় নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও শিক্ষার্থীরা সত্য ও সুন্দরকে ধারণ করে সুপ্ত প্রতিভার বিকাশ ও যথাযথ জ্ঞানানুশীলনের মাধ্যমে কাক্সিক্ষত সাফল্য অর্জনে সক্ষম হবে-এটাই আমাদের প্রত্যাশা।

History of Nanupur Laila Kabir College

যে-কোন দেশের উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে শিক্ষিত জনগোষ্ঠি--বিশেষত যারা জ্ঞান চর্চা করেন তারা। এ উপলব্ধি থেকে উত্তর চট্টগ্রামের পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসার ও জ্ঞানার্জনের পথ সুগম করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল নানুপুর লায়লা-কবির কলেজ। যাঁদের মহানুভবতায় এ স্বনামধন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে তাঁরা হলেন অত্র এলাকার বিশিষ্ট দানবীর, সমাজসেবী ও শিক্ষানুরাগী রফিকুল আনোয়ার, ফরিদুল আনোয়ার ও ফখরুল আনোয়ার। তিন ভাইয়ের অর্থায়ন, পরিশ্রম ও সুদক্ষ তত্ত্বাবধানে ৬ ডিসেম্বর, ১৯৯১ খ্রিস্টাব্দে নানুপুর লায়লা-কবির কলেজ-এর শুভ উদ্বোধন হয়। কলেজ প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনেক দূরে গিয়ে শিক্ষা লাভের যে সমস্যা ছিল, এ কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার অবসান হয়। এ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত তিন দশক ধরে বিস্তীর্ণ এলাকায় ঘরে ঘরে উচ্চ শিক্ষার আলো জ্বালিয়ে আসছে। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে একজন সুদক্ষ, কর্মঠ ও প্রতিভাবান অধ্যক্ষের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবীন ও নবীনের সমন্বয়ে সুশিক্ষিত, মেধাবী, বিজ্ঞানমনস্ক আধুনিক জ্ঞানসম্পন্ন সৃজনশীল অধ্যাপকমন্ডলী। ফলশ্রুতিতে বিগত কয়েক বৎসর যাবত এ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ে অত্র এলাকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জনের গৌরব লাভ করে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের স্বপ্ন বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। বৈশিষ্ট্য : রাজনীতি ও ধুমপানমুক্ত পরিবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানসিক বিকাশ সাধন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ গড়া। প্রতিষ্ঠাকাল : ১০ ফেব্রুয়ারি, ১৯৯১ খ্রিষ্টাব্দ।

অবস্থান : ডাক-নানুপুর, পোষ্ট কোড- ৪৩৫১, উপজেলা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম।

আয়তন : ১২ একর

শাখাসমূহ:

উচ্চ মাধ্যমিক : বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা

স্নাতক (পাস) : বি.এ / বি.এস.এস / বি.বি.এস

স্নাতক (সম্মান) : হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা 

প্রক্রিয়াধীন (অনার্স) : অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এবং ইংরেজি সাহিত্য।

ভবনসমূহ

মসজিদ : জামে মসজিদ

প্রশাসনিক ভবন : কবি নজরুল ইসলাম ভবন

বিজ্ঞান ভবন : কুদরাত-ই-খুদা ভবন

ব্যবসায় শিক্ষা ভবন : ফরিদুল আনোয়ার ভবন

ডিজিটাল ল্যাব : ৩য় লেভেল

অধ্যক্ষ বাংলো : সুগন্ধা

শিক্ষক আবাসন : রজনীগন্ধা

খেলার মাঠ : জাতীয় পর্যায়ের

দীঘি : পদ্ম সরোবর

স্মৃতিস্তম্ভ : শহীদ মিনার

উদ্যান : নিরিবিলি

কলেজ ক্যান্টিন : নীল পদ্ম 

শ্রেণিকক্ষ : ৫৮টি

ছাত্রী মিলনায়তন : অবকাশ

গ্রন্থাগার : সঞ্চয়িতা

বিজ্ঞান গবেষণাগার : নিউরণ

আইসিটি ল্যাব : চার্লস ব্যাবেজ

মাল্টিমিডিয়া কক্ষ : ডিজিটাল কনট্যান্ট জোন

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী : কলেজ কার্যালয় ভর্তি সংক্রান্ত তথ্যাবলী

ভর্তির যোগ্যতা (এইচ.এস.সি) * ২০২১, ২০২২ ও ২০২৩ সনে দেশের যে-কোনো শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি / দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

ভর্তি কার্যক্রম:

ক) ভর্তির নিয়মাবলী : কেবলমাত্র ভর্তির জন্য শিক্ষাবোর্ড কর্তৃক চূড়ান্তভাবে কেবল নির্বাচিত শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যোগ্য।

খ) এসএসসি-এর মূল ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র কলেজ কার্যালয়ে জমা দিয়ে পে স্লিাপ সংগ্রহ করে সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ (ঝওইখ), নানুপুর শাখা (কলেজ বুথ) এ ভর্তি ও আনুসাঙ্গিক ফি পরিশোধপূর্বক কলেজ লাইব্রেরী থেকে ভর্তি ফরম, প্রসপেক্টাস, এবং ভর্তি খাম সংগ্রহ করে লাইব্রেরীতে দায়িত্বরত শিক্ষকের তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

গ) একজন শিক্ষার্থী রোল নম্বর প্রাপ্তির পরই তার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবে। শ্রেণি রোল নম্বর, বিভাগ, শাখা এবং নৈর্বাচনিক ও চতুর্থ বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।

ঘ) ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজ নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

শিক্ষার্থীদের জন্য সুবিধাসমূহ *

* A+ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পাঠ দানের ব্যবস্থা রয়েছে।

* দূরাগত, গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান।

* কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

* পশ্চাৎপদ ও অমনোযোগী শিক্ষার্থীদের চিহ্নিতকরণ এবং পাঠোন্নতির ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ।

* দূরবর্তী অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবাসের সুবিধা রয়েছে।

বৃত্তি প্রদান * কলেজের দরিদ্র, মেধাবী এবং A+ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ব্যাংক এবং সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা আছে।

লাইব্রেরি কার্যক্রম : সঞ্চয়িতা শ্রেণি কার্যক্রমের বাইরেও নিরিবিলি পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানার্জনের জন্য কলেজ ভবনের তৃতীয় তলায় রয়েছে সুবিশাল আয়তনের সমৃদ্ধ গ্রন্থাগার। পাঠ্য বইয়ের পাশাপাশি এখানে সৃজনশীল জ্ঞানার্জনের জন্য দেশি-বিদেশি লেখকদের বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে। এছাড়াও রয়েছে সমসাময়িক পত্রপত্রিকা ও ম্যাগাজিন। ছাত্র-ছাত্রীরা ৩০০/- (ফেরৎযোগ্য) জমা দিয়ে লাইব্রেরি কার্ডের মাধ্যমে বই সংগ্রহ করতে পারবে।

অন্যান্য সুবিধা

* বিনামূল্যে সঙ্গীত শিক্ষার সু-ব্যবস্থা আছে।

* ছাত্র-ছাত্রীদের খেলাধূলা ও শরীর চর্চার জন্য রয়েছে জাতীয় মানের খেলার মাঠ ও দৃষ্টিনন্দন বোটনিক্যাল গার্ডেন। মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা শহীদদের স্মরণে নির্মিত হয়েছে শহীদ মিনার। সুন্দর নৈসর্গিক পরিবেশে খেলাধূলা ও জ্ঞানার্জনের জন্য এটি একটি অনন্য শিক্ষা-প্রতিষ্ঠান। আমাদের সার্বিক কার্যক্রম বিশেষ শ্রেণি কার্যক্রম নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ শ্রেণি কার্যক্রম শুরু করা হয়। এ সময়ে সকল পরীক্ষার্থীকে চূড়ান্ত সাফল্য এনে দিতে চৎড়লবপঃ A+ এৎড়ঁঢ় গঠন করা হয়ে থাকে। ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব : খরংঃবহরহম, ংঢ়বধশরহম, ৎবধফরহম ্ ৎিরঃরহম এ চারটি ংশরষষ এর উপর যথাযথ গুরুত্ব দিয়ে ঈড়সসঁহরপধঃরাব ঊহমষরংয এ দক্ষতা অর্জনের লক্ষে ইংরেজি বিষয়ের শিক্ষকদের নিয়ে একটি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব রয়েছে। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ *

ড্রেস কোড :

ক) ছাত্রদের জন্য সাদা শার্ট এবং ছাত্রীদের জন্য সাদা এপ্রোন বাধ্যতামূলক।

খ) সম্মান শ্রেণির শিক্ষার্থীদের জন্য অফ-হোয়াইট ফরমাল ড্রেস।

* নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে দল গঠন করে প্রত্যেক দলের জন্য একজন শ্রেণি শিক্ষক ঐ দলের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতিসহ সার্বিক মূল্যায়ন করে থাকেন। প্রয়োজনে শিক্ষার্থীরা শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারবে।

* তত্ত্বাবধায়ক শিক্ষক একজন শিক্ষার্থীর বিষয়ভিত্তিক দক্ষতা ও দুর্বলতা চিহ্নিত করে সঠিক পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

* একাদশ শ্রেণিতে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও সমাপনী এবং দ্বাদশ শ্রেণিতে প্রাক্-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষাসহ বিষয়ভিত্তিক ক্লাস টেস্ট-এ শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।

* একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় সকল বিষয়ে কৃতকার্য হলে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে।

* প্রতি শিক্ষার্থীর প্রগতিপত্র তাদের নিজ নিজ অভিভাবক কর্তৃক অনুস্বাক্ষরিত করে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে সংরক্ষণ করা হয়।

* শুধুমাত্র দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীরা কোন অবস্থাতেই উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সুযোগ পাবে না।

* পরীক্ষা চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে সেই সময়ের মধ্যেই লিখিত আবেদনের মাধ্যমে (ডাক্তারি সার্টিফিকেটসহ) কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে।

* বোর্ড পরীক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করা হয়। চূড়ান্ত পরীক্ষার বিশেষ প্রস্তুতি ছাত্র-ছাত্রীদের শতভাগ সাফল্য অর্জন এবং উন্নত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ ক্লাস ও বিষয়ভিত্তিক মডেল টেস্টের ব্যবস্থা করা হয়। সহশিক্ষা কার্যক্রম বার্ষিক শিক্ষা সপ্তাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদহম, বসন্তবরণ ও পিঠা উৎসব, বর্ষবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান এবং বার্ষিক শিক্ষা সফর। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত কলেজ ভবন বি.এন.সি.সি. শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক-শিক্ষা, সৎ চরিত্র গঠন, যোগ্য নেতৃত্ব সৃষ্টি ও সুশৃঙ্খল জীবন যাপনের পক্ষে এ কলেজে বাংলাদেশ মিলিটারী অ্যাকাডেমীতে প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্রতিভাবান ল্যাফট্যানেন্ট (ইঞঋঙ) এর নেতৃত্বে বি.এন.সি.সি কার্যক্রম চালু রয়েছে-যাতে আগ্রহী শিক্ষার্থীরা সহজেই সরকারি খরচে সামরিক প্রশিক্ষণ গ্রহণ ও প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের বিশেষ সুবিধা লাভ করে। কলেজে ভর্তির পর বি.এন.সি.সিতে আগ্রহী শিক্ষার্থীরা কলেজ অফিসে যোগাযোগ করে ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবে।

ছাত্র-ছাত্রীদের জন্য অত্যাবশ্যকীয় নিয়মাবলী

* প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।

* সৃজনশীল পদ্ধতির পড়ালেখার গুরুত্ব অনুধাবনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।

* প্রত্যেক শিক্ষার্থীকে তার শ্রেণি শিক্ষকের নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।

* কলেজের সকল পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক।

* কলেজ ক্যাম্পাসে যে-কোনো ধরনের রাজনৈতিক কর্মকান্ড সম্পূর্ণ নিষিদ্ধ।

* নির্ধারিত সময়ে কলেজে প্রবেশ করতে হবে। ক্লাস শেষ হওয়ার পূর্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনোভাবেই কলেজ ক্যাম্পাস ত্যাগ করা যাবে না।

* অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে বহিরাগত কাউকে নিয়ে প্রবেশ করা যাবে না।

* লাইব্রেরিতে বসে অহেতুক আড্ডা বা উচ্চস্বরে কথা বলা যাবে না।

* কলেজ ক্যাম্পাসে এবং আসা-যাওয়ার পথে সকলের সাথে মার্জিত ও বিনয়ী আচরণ করতে হবে।

* ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকান্ডে সম্পৃক্ততা প্রতীয়মান হলে একমাত্র শাস্তিÍ কলেজ থেকে বহিষ্কার।

* শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রম কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক।

অ্যাকাডেমিক ক্যালেন্ডার :

ক্লাস ও পরীক্ষা একাদশ শ্রেণির ক্লাস শুরু : ৮ অক্টোবর ২০২৩ খ্রি. দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু : ১ জুলাই ২০২৪ খ্রি. (সম্ভাব্য) বিভাগ এবং বিষয়সমূহ (উচ্চ মাধ্যমিক পর্যায়) বিভাগ আবশ্যিক বিষয় নৈর্বাচনিক বিষয় (যে কোনো তিনটি) চতুর্থ বিষয় (যে কোনো একটি) বিজ্ঞান ১) বাংলা ১০১, ১০২ ২) ইংরেজি ১০৭, ১০৮ ৩) আইসিটি ২৭৫ ১) পদার্থ ১৭৪, ১৭৫ ২) রসায়ন ১৭৬, ১৭৭ জীববিজ্ঞান ১৭৮, ১৭৯ অথবা উচ্চতর গণিত ২৬৫, ২৬৬ জীববিজ্ঞান ১৭৮, ১৭৯ উচ্চতর গণিত ২৬৫, ২৬৬ ব্যবসায় শিক্ষা ১) বাংলা ১০১, ১০২ ২) ইংরেজি ১০৭, ১০৮ ৩) আইসিটি ২৭৫ ১) হিসাববিজ্ঞান ২৫৩, ২৫৪ ২) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৭৭, ২৭৮ ৩) ফিন্যাস, ব্যাংকিং ও বিমা ২৯২, ২৯৩ পরিসংখ্যান ১২৯, ১৩০ অর্থনীতি ১০৯, ১১০ মানবিক ১) বাংলা ১০১, ১০২ ২) ইংরেজি ১০৭, ১০৮ ৩) আইসিটি ২৭৫ অর্থনীতি ১০৯, ১১০ পৌরনীতি ও সুশাসন ২৬৯, ২৭০ সমাজবিজ্ঞান ১১৭, ১১৮ অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২৬৭, ২৬৮ যুক্তিবিদ্যা ১২১, ১২২ অথবা ইসলাম শিক্ষা (চতুর্থ বিষয়) ২৪৯, ২৫০ ইসলাম শিক্ষা অথবা যুক্তিবিদ্যা পৌরনীতি ও সুশাসন অর্থনীতি সমাজবিজ্ঞান অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরীক্ষাসমূহ আরম্ভের তারিখ ফলাফল প্রকাশের তারিখ একাদশ শ্রেণি ১ম সাময়িক জানুয়ারি, ২য় সপ্তাহ ২০২৪ জানুয়ারি, শেষ সপ্তাহ ২০২৪ একাদশ শ্রেণি ২য় সাময়িক এপ্রিল, শেষ সপ্তাহ ২০২৪ মে, ১ম সপ্তাহ ২০২৪ প্রথম বর্ষ সমাপনী জুন, ২য় সপ্তাহ ২০২৪ জুন, শেষ সপ্তাহ ২০২৪ দ্বাদশ শ্রেণি প্রাক্ নির্বাচনী সেপ্টেম্বর, ১ম সপ্তাহ ২০২৪ সেপ্টেম্বর ২য় সপ্তাহ ২০২৪ দ্বাদশ শ্রেণি নির্বাচনী ডিসেম্বর, ১ম সপ্তাহ ২০২৪ ডিসেম্বর, ২য় সপ্তাহ ২০২৪ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা এপ্রিল, ২০২৫ (সম্ভাব্য) বোর্ড নির্ধারিত

জাতীয় দিবসসহ অন্যান্য উল্লেখযোগ্য দিবসসমূহ ঃ

২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

২৬ মার্চ : মহান স্বাধীনতা দিবস

১১ এপ্রিল : কলেজ প্রতিষ্ঠাতা জনাব ফরিদুল আনোয়ার এর মৃত্যুবার্ষিকী

১৪ এপ্রিল : বাংলা নববর্ষ ও বর্ষবরণ

২০ জুলাই : হিজরি নববর্ষ

০৯ সেপ্টেম্বর : মরহুম কবির আহমেদ এঁর মৃত্যুবার্ষিকী

২২ অক্টোবর : জাতীয় শিক্ষক দিবস

২৫ অক্টোবর : কলেজ প্রতিষ্ঠাতা জনাব রফিকুল আনোয়ার এর মৃত্যুবার্ষিকী

১৬ ডিসেম্বর : মহান বিজয় দিবস

৩০ ডিসেম্বর : মরহুমা লায়লা বেগম এঁর মৃত্যুবার্ষিকী


*স্নাতক পর্যায়ে ভর্তি কার্যক্রম স্নাতক (পাস) ভর্তির জন্য শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে হবে। কলেজ অফিস থেকেও বিশেষ ব্যবস্থায় অনলাইনে আবেদন করা যাবে এবং ভর্তি ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে কলেজের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি হতে হবে।

ভর্তির যোগ্যতা : এইচ.এস.সি/ আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির যোগ্য।

* আবশ্যিক বিষয় : ক) বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (১ম বর্ষ)

খ) জাতীয় ভাষা বাংলা (২য় বর্ষ)

গ) ইংরেজি (৩য় বর্ষ)

১। বি.এ (পাস) কোর্সের বিষয়গুচ্ছ : যে-কোনো গুচ্ছ থেকে একটি করে মোট ৩টি বিষয় নিতে হবে, কোন গুচ্ছ থেকে একাধিক বিষয় নেয়া যাবে না। (ক) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (খ) ইসলামিক স্টাডিজ (গ) দর্শন (ঘ) অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজ বিজ্ঞান

২। বি.এস.এস (পাস) কোর্সে বিষয়গুচ্ছ : ‘ক’ গুচ্ছ হতে দু’টি এবং অন্যান্য গুচ্ছের যে-কোন একটি বিষয়সহ মোট তিনটি বিষয় নিতে হবে। (ক) অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজবিজ্ঞান (খ) ইসলামীশিক্ষা/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/দর্শন

৩। বিবিএস (পাস) কোর্সে বিষয়গুচ্ছ : ক) হিসাব বিজ্ঞান খ) ব্যবস্থাপনা গ) অর্থনীতি। ৪। স্নাতক (সম্মান) কোর্সের বিষয়গুচ্ছ : ক) হিসাব বিজ্ঞান খ) ব্যবস্থাপনা। স্নাতক (পাস) শ্রেণির মান বন্টন স্নাতক র্পযায়ে র্ভতি র্কাযক্রম স্নাতক (পাস) র্ভতরি জন্য শক্ষর্িাথীদরে জাতীয় বশ্বিবদ্যিালয়রে নর্ধিারতি সময়ে অনলাইনে আবদেন করতে হব।ে কলজে অফসি থকেওে বশিষে ব্যবস্থায় অনলাইনে আবদেন করা যাবে এবং র্ভতি ফরম ও প্রসপক্টোস সংগ্রহ করে কলজেরে নর্ধিারতি ফি জমা দয়িে র্ভতি হতে হব।ে র্ভতরি যোগ্যতা : এইচ.এস.স/ি আলমি পরীক্ষায় উর্ত্তীণ শক্ষর্িাথীরা র্ভতরি যোগ্য। * আবশ্যকি বষিয় : ক) বাংলাদশেরে অভ্যুদয়রে ইতহিাস (১ম র্বষ) খ) জাতীয় ভাষা বাংলা (২য় র্বষ) গ) ইংরজেি (৩য় র্বষ) ১। ব.িএ (পাস) র্কোসরে বষিয়গুচ্ছ : য-েকোনো গুচ্ছ থকেে একটি করে মোট ৩টি বষিয় নতিে হব,ে কোন গুচ্ছ থকেে একাধকি বষিয় নয়ো যাবে না। (ক) ইসলামরে ইতহিাস ও সংস্কৃতি (খ) ইসলামকি স্টাডজি (গ) র্দশন (ঘ) র্অথনীত/িরাষ্ট্রবজ্ঞিান/সমাজ বজ্ঞিান ২। ব.িএস.এস (পাস) র্কোসে বষিয়গুচ্ছ : ‘ক’ গুচ্ছ হতে দু’টি এবং অন্যান্য গুচ্ছরে য-েকোন একটি বষিয়সহ মোট তনিটি বষিয় নতিে হব।ে (ক) র্অথনীত/িরাষ্ট্রবজ্ঞিান/সমাজবজ্ঞিান (খ) ইসলামীশক্ষিা/ইসলামরে ইতহিাস ও সংস্কৃত/ির্দশন ৩। ববিএিস (পাস) র্কোসে বষিয়গুচ্ছ : ক) হসিাব বজ্ঞিান খ) ব্যবস্থাপনা গ) র্অথনীত।ি

৪। স্নাতক (সম্মান) র্কোসরে বষিয়গুচ্ছ : ক) হসিাব বজ্ঞিান খ) ব্যবস্থাপনা। স্নাতক (পাস) শ্রণেরি মান বন্টন উত্তীর্ণ গ্রেড : ছাত্র-ছাত্রীদের সকল নির্ধারিত তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় পৃথকভাবে ৪০% বা উ গ্রেড বা গ্রেড পয়েন্ট ২ পেয়ে পাশ করতে হবে। যে সকল বিষয়ে উ বা তদুর্ধ গ্রেড অর্জিত হবে শুধুমাত্র সে বিষয়গুলোর ক্রেডিট ফলাফলের গণনায় আনা হবে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ¯œাতক (পাশ) শ্রেণির সকল শিক্ষাকার্যক্রমের ১ম, ২য় ও ৩য় বর্ষের প্রত্যেক তত্ত্বীয় পত্রের প্রতি ১০০ নম্বরের মধ্যে ইন-কোর্স ও ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে নম্বর হবে ২০ (১৫+৫) এবং তত্ত্বীয় ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নম্বর হবে ৮০। প্রত্যেক বর্ষের ক্লাস শুরু থেকে ১৫ সপ্তাহের মধ্যে প্রতিটি পত্রের অর্ধেক পাঠ্যসূচি শেষ করে পঠিত অংশের উপর উক্ত পত্রের পাঠদানকারী শিক্ষক একটি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করেন। একইভাবে পরবর্তী ১৫ সপ্তাহের মধ্যে পাঠ্যসূচির বাকী অর্ধেক শেষ করে এ অংশে উপর আর একটি সহ মোট ২টি ইন-কোর্স পরীক্ষা গ্রহণ করা হবে। ইন-কোর্স পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। স্নাতক অনার্স পর্যায়ে ভর্তির যোগ্যতা ক) ২০২২ ও ২০২৩ সালে যে-কোনো বিভাগ হতে এইচ.এস.সি বা সমমানের পরীক্ষায় পাশ। খ) এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৩.৫০ অনার্স কোর্সের বিষয়সমূহ ক) হিসাব বিজ্ঞান খ) ব্যবস্থাপনা আগামী শিক্ষাবর্ষ থেকে নিম্নোক্ত বিষয়সমূহে সম্মান শ্রেণিতে পড়ার সুযোগ রয়েছে। ১. অর্থনীতি ২. রাষ্ট্রবিজ্ঞান ৩. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৪. ইংরেজি ৫. বাংলা