নানুপুর লায়লা-কবির কলেজ
Nanupur Laila Kabir College

Summary


সম্মানিত প্রতিষ্ঠাতাগণ


যে-কোন দেশের উন্নতির জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে শিক্ষিত জনগোষ্ঠি--বিশেষত যারা জ্ঞান চর্চা করেন তারা।

এ উপলব্ধি থেকে উত্তর চট্টগ্রামের পিছিয়ে পড়া জনপদে শিক্ষার প্রসার ও জ্ঞানার্জনের পথ সুগম করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল নানুপুর লায়লা-কবির কলেজ। যাঁদের মহানুভবতায় এ স্বনামধন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে তাঁরা হলেন অত্র এলাকার বিশিষ্ট দানবীর, সমাজসেবী ও শিক্ষানুরাগী রফিকুল আনোয়ার, ফরিদুল আনোয়ার ও ফখরুল আনোয়ার। তিন ভাইয়ের অর্থায়ন, পরিশ্রম ও সুদক্ষ তত্ত্বাবধানে ৬ ডিসেম্বর, ১৯৯১ খ্রিস্টাব্দে নানুপুর লায়লা-কবির কলেজ-এর শুভ উদ্বোধন হয়। কলেজ প্রতিষ্ঠার পূর্বে এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের অনেক দূরে গিয়ে শিক্ষা লাভের যে সমস্যা ছিল, এ কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার অবসান হয়। এ ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত তিন দশক ধরে বিস্তীর্ণ এলাকায় ঘরে ঘরে উচ্চশিক্ষার আলো জ্বালিয়ে আসছে। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন বাস্তবায়নে একজন সুদক্ষ, কর্মঠ ও প্রতিভাবান অধ্যক্ষের নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবীণ ও নবীনের সমন্বয়ে সুশিক্ষিত, মেধাবী, বিজ্ঞানমনস্ক আধুনিক জ্ঞানসম্পন্ন সৃজনশীল অধ্যাপকমন্ডলী। ফলশ্রুতিতে বিগত কয়েক বৎসর যাবত এ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পর্যায়ে অত্র এলাকার প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জনের গৌরব লাভ করে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের স্বপ্ন বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

Read more